মুক্তবার্তা ডেস্ক:নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগের কোনো আবদার নেই জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিরও যেন কোনো আবদার না থাকে। আর নির্বাচন কমিশন কারও ‘আবদার’ না শুনে সংবিধান অনুযায়ী যেন নির্বাচন দেয় সে অনুরোধও করেছেন তিনি।
শনিবার রাজধানীতে বিএনপির এক ইফতারে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান রেখে খালেদা জিয়া বলেন, ‘এই সরকার যা কিছু আবদার করবে তা না শুনে জনগণের মতামত নেবেন, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন।…জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবেন।’
বিএনপি নেত্রীর এই বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বেগম জিয়া নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন আওয়ামী লীগের আবদার যেন কানে না শুনেন। আমি তাকে (খালেদা জিয়া) বলতে চাই, আওয়ামী লীগের কোন মামা বাড়ির আবদার নেই, সেটা বিএনপির থাকতে পারে।’