মুক্তবার্তা ডেস্ক: নির্বাচনকালীন সরকার নিয়ে এবার বিকল্প প্রস্তাব দিচ্ছে বিএনপি। দলটির নেতারা বলছেন, সংকট কাটিয়ে উঠতে ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। পাশাপাশি, প্রধানমন্ত্রীকে ছুটিতে রেখে তার অধীনে নির্বাচনে যেতেও আপত্তি নেই তাদের। আর এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসার আগেই দিচ্ছেন সমঝোতার তাগিদ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন কোন সরকারের অধীনে এই প্রশ্নে বিপরীত অবস্থানে বড় দুই দল আওয়ামী লীগ-বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনের পক্ষে ক্ষমতাসীনরা। আর নিরপেক্ষ ভোটের জন্য নির্বাচনকালীন সহায়ক সরকার চায় বিএনপি। এ বিষয়ে একটি রূপরেখাও তৈরি করছে তারা।
দলটির নেতারা বলছেন, ১৯৯১ সালে সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদের অধীনে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয়েছে, এবারও অনুসরণ করা যেতে পারে সে পদ্ধতি। আর এ বিষয়ে সরকারের সদিচ্ছাই যথেষ্ট বলে মনে করছেন তারা।
রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে এই মুহূর্তে নির্বাচনকালীন সরকার নিয়ে সরকারের সঙ্গে সমঝোতা চায় বিএনপি। আর সেটি হতে হবে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসার আগেই।