মুক্তবার্তা ডেস্ক:আইসিসির নিয়ম অনুযায়ী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিয়ের শীর্ষে থাকা ৮টি দল সরাসরি অংশ নেবে বিশ্বকাপে। বাকি দুই দলকে খেলতে হবে বাছাইপর্ব। বর্তমানে র্যাঙ্কিয়ে নয়ে ওয়েস্ট ইন্ডিজ। ফলে সরাসরি বিশ্বকাপ খেলা তাদের জন্য হচ্ছে না বললেই চলে। কিন্তু ফায়দা হাসিল করতে ক্যারিবীয়রা বেছে নিল দারুণ এক উপায়।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আফগানদের দাওয়াত দেয় স্যামি-গেইলরা। দাওয়াত কার্ড পেয়ে আফগানিস্তানও কবুল বলে। ভিতরে ভিতরে আহা! কি খুশি উইন্ডিজ। মনে মনে হয়তো বলছে, যাক আফগানিস্তানকে হারিয়ে রেটিংটা বাড়িয়ে নিতে হবে। যাতে সরাসরি বিশ্বকাপের রাস্তা সরাসরিই হয়।
কিন্তু প্রথম ওয়ানডেতেই ওয়েস্ট ইন্ডিজতে মাটিতে নামিয়ে আনে আফগানিস্তান। রশিদ খানের ঘূর্ণির ছোবলে ৬৩ রানে পরাজিত হয় ক্যারিবীয়রা। আফগানদের বিপক্ষে তিন ম্যাচ জিতলে যে অর্জন ঝুলিতে পুরত ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ হারার পর যা জমা ছিল সেখানেও হাত দিলেন আফগানরা।
আইসিসির হিসেব অনুযায়ী, দুই দলের রেটিং ব্যবধান ৪০ এর কম হলে, যে দল জিতবে অপজিশন এর রেটিং থেকে ৫০ পয়েন্ট বেশি পাবে। যে দল হারবে অপজিশন এর রেটিং থেকে ৫০ পয়েন্ট কম পাবে। ম্যাচ ড্র হলে এক দল আরেক দলের রেটিং এর সমান পয়েন্ট পাবে। ম্যাচ পরিত্যক্ত হলে ওটা কাউন্ট হবে না। ঐ ম্যাচের প্রাপ্ত পয়েন্ট মোট পয়েন্টের সাথে যোগ হবে। এরপর এই পয়েন্টকে ঐ ম্যাচসহ মোট ম্যাচ দিয়ে ভাগ দিয়ে দুই দলের রেটিং নির্ণয় করা হবে।
সেক্ষেত্রে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এখনও দুই ম্যাচ বাকি। ওই দুই ম্যাচে ভালো করতে না পারলে ওয়েস্ট ইন্ডিজের আরও অবনমন ঘটবে। আর আফগানরা চলে আসবে ওয়েস্ট ইন্ডিজের নাকের ডগায়। তবে কী আফগানিস্তানকে ডেকে খাল কেটে কুমির আনল ওয়েস্ট ইন্ডিজ?