না ফেরার দেশে চলচ্চিত্র পরিচালক কাজল

মুক্তবার্তা ডেস্ক:চলচ্চিত্র পরিচালক পি এ কাজল আর নেই। বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর শিকদার উইমেনস মেডিকেল কলজে হাসপাতালে তার মৃত্যু হয়।

পি এ কাজলের ভাগ্নি প্রিয়াঙ্কা আচার্য তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ শমরিতা হাসপাতালের হিমাগারে রাখা আছে। বৃহস্পতিবার দুপুরে রায়েরবাজারের একটি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত কাজলকে এই মাসের শুরুর দিকে শিকদার উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তাকে ভারতেও নেয়া হয়েছিল।

প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলামের হাত ধরে চলচ্চিত্রে কাজ শুরু করে কাজলের নির্মিত প্রথম ছবি ‘সাব্বাশ বাঙালি’।  এছাড়া ‘গণ দুশমন’, ‘ভণ্ড ওঝা’, ‘ভালোবাসা আজকাল’, ‘এক টাকার বউ’, ‘প্রাণের স্বামী’র মতো চলচ্চিত্রের নির্মাতাও তিনি। ‘চোখের দেখা’ সিনেমাটি তার নির্মিত সর্বশেষ চলচ্চিত্র।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই পরিচালকের স্ত্রীর নাম সুচিত্রা আচার্য। দাম্পত্য জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

Related posts

Leave a Comment