মুক্তবার্তা ডেস্ক: নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্র। ৭৪ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কমিটির তালিকা সোমবার দুপুর পর্যন্ত জেলা নেতাদের কাছে পৌঁছায়নি বলে জানা গেছে।
এর আগে গত ২০১৬ সালের ৯ অক্টোবর আবদুল হাইকে সভাপতি, মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিনিয়র সহ-সভাপতি ও অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে সাধারণ সম্পাদক করে তিন সদস্যের জেলা কমিটি ঘোষণা করেছিলেন শেখ হাসিনা।
পূর্ণাঙ্গ কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই জানান, ‘পূর্ণাঙ্গ কমিটি গঠন করে এর তালিকা কুরিযার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে। তবে এখনো আমরা হাতে পাইনি।’