মুক্তবার্তা ডেস্ক:জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা মৌলভবাজারের নাসিরপুরের বাগানবাড়ির আস্তানায় অভিযান শেষ হলে বড়হাট এলাকার আস্তানাটিতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে বড়হাটের আস্তানাটি রেকি করার পর সাংবাদিকদের তিনি একথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, সকাল থেকে বৃষ্টি হওয়ায় নাসিরপুরের আস্তানাটিতে অভিযান চালাতে বিলম্ব হয়েছে। সেখানে অভিযান শেষ হলে বড়বাড়িতে অভিযান চালানো হবে।
দুটি স্থানে কতজন জঙ্গি আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে কতজন আছে অনুমানের ওপর ভিত্তি করে তা বলা যাচ্ছে না।
আস্তানা দুটির সন্ধান পেয়ে গত বুধবার ভোররাতে বাড়ি দুটি ঘিরে রাখে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। পরে বিকালে ঢাকা থেকে সোয়াট সদস্যরা মৌলভীবাজার পৌঁছায়। রাতের আঁধারে অভিযান চালাতে গেলে সমস্যার সৃষ্টি হতে পারে এমনটা ভেবে রাতে অভিযান না চালিয়ে বাড়ি দুটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ সকালে নাসিরপুরের আস্তানায় অভিযান চালানোর কথা থাকলেও ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে বিলম্ব হয়। সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি থেমে গেলে নাসিরপুরের আস্তানায় ফের অভিযান শুরু করে সোয়াটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।