নাসিরপুর জঙ্গি আস্তানা থেকে ছিন্নভিন্ন অবস্থায় সাতটি মরদেহ উদ্ধার

মুক্তবার্তা ডেস্ক:মৌলভীবাজার খলিলপুর ইউনিয়নের নাসিরপুর জঙ্গি আস্তানা থেকে ছিন্নভিন্ন অবস্থায় সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন পুরুষ, দুইজন নারী ও চারজন শিশুর লাশ রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মরদেহগুলো হাসপাতালে নেওয়া হয়। লাশগুলো সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশের সুরতহাল  এখনও হয়নি।

হাসপাতাল সূত্র জানায়, সাতটি মরদেহের মধ্যে চারটি শিশুর বয়স এক থেকে ১২ বছরের মধ্যে, দু’জন নারীর; একজনের বয়স ৩৫, অন্যজনের ৫৫, আর যুবকের বয়স ৩৫।

গতকাল বিকেলে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘অপারেশন হিটব্যাক’ শেষ হয়।

মৌলভীবাজার শহরের বড়হাট ও সদর উপজেলার ফতেপুর এলাকায় গত বুধবার থেকে ঘেরাও করে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই বাড়ি দুটির মালিক লন্ডনপ্রবাসী সাইফুর রহমান।

Related posts

Leave a Comment