মুক্তবার্তা ডেস্ক:গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক নারীসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের শরীর তল্লাশি করে আড়াই লিটার তরল মদ ও ৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের বাগদা এলাকা থেকে বুধবার বিকালে তাদের আটক করা হয়।
তারা হলেন, বগুড়ার সোনাতলা উপজেলার হলিদেবগা গ্রামের গাদু মিয়ার স্ত্রী জমিলা বেগম (৩৫) ও গাইবান্ধা সদর উপজেলার ডেভিট কোম্পানিপাড়া গ্রামের মৃত আলকাস আলীর ছেলে সুজন মিয়া (৪০)।