মুক্তবার্তা ডেস্ক:নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নেয়ার সময় ১০ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ডিবি পুলিশের ব্যবহৃত তিনটি জ্যাকেট, একটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে তাদের মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার।
মঙ্গলবার দুপুরে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা থেকে ধরা হয় তাদেরকে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের জানান, মহাসড়কে গোয়েন্দা পুলিশ পরিচয়ে একদল লোক ৬৫ লাখ টাকা ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযানে যায় তারা। এসময় মোগড়াপাড়া চৌরাস্তা লিজা পাম্পের সামনে মহাসড়কের প্রতিবন্ধকতা সৃষ্টি করে ছিনতাইয়ের চেষ্টার সময় ধরা হয় কাদেরকে।
এই পুলিশ কর্মকর্তা জানান, জব্দ করা মাইক্রোবাসে পুলিশের স্টিকার লাগানো ছিল। আর প্রাইভেটকারে সাংবাদিক স্টিকার লাগানো ছিল। গাড়ি দুটির ভেতর থেকে ডিবি পুলিশের জ্যাকেট, ওয়াকিটকি, হ্যান্ডকাপ, তিনটি বেতের লাঠিসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।