নারায়ণগঞ্জে মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা

মুক্তবার্তা ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল মজিদ মুন্সী (৭২) নামে এক মসজিদের ইমামকে মসজিদের ভেতরে নামাজরত অবস্থা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হাবিবুর মিয়া নামে এক ব্যক্তিকেও কোপানো হয়।

নিহত আব্দুল মজিদ মুন্সী টাঙ্গাইল জেলার মাগুরপুর উপজেলার সদর এলাকার মৃত মোসলেম বেপারীর ছেলে। ২০-২৫ বছর আগে গোবিন্দপুর মাঝিপাড়ায় গিয়ে বসবাস শুরু করেন তিনি।

শুক্রবার রাতে এশার নামাজের সময় উপজেলার দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর মাঝিপাড়া এলাকার মাটি মসজিদের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা।

রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এশার নামাজ পড়ার সময় আবদুল মজিদকে একই এলাকার জহিরুল ইসলাম দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। বাধা দিতে গেলে হাবিবুরকেও কুপিয়ে গুরুতর জখম করে।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ সজীব বলেন, হাসপাতালে নেওয়ার আগেই আবদুল মজিদ মারা যান। তার গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এর আগে, ৮ মে রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার খানপুর গ্রামে দুর্বৃত্তরা আহমদিয়া সম্প্রদায়ের একটি মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করে।

Related posts

Leave a Comment