নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মুক্তবার্তা ডেস্ক:নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। রোববার রাতে শহরের ভাটোদাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার বুড়িদহ এলাকার নুরুর হক সরকার এর ছেলে তুরিন আহম্মেদ (২৮) এবং একই উপজেলার হুগুরিয়া এলাকার নুর হোসেন এর ছেলে নায়িম হোসেন (২৭)।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, রোববার দিবাগত রাত একটার দিকে তুরিন আহম্মেদ ও তার বন্ধু মোটরসাইকেল নিয়ে দিঘাপতিয়া এলাকা থেকে শহরে আসছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ভাটোদাড়া এলাকায় ব্যাটারি চালিত অটোরিকসা এবং মাইক্রোবাসের সঙ্গে ত্রিমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৫ জন আহত হয়।

Related posts

Leave a Comment