নাটোরে অস্ত্রসহ আটক ২

মুক্তবার্তা ডেস্ক:  নাটোর শহরের বড়হরিশপুর বাসটার্মিনাল এলাকা থেকে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।

এরা হলেন, গোলাম মোস্তফা (২৫) ও শরিফুল ইসলাম (২৭)।

আটক গোলাম মোস্তফা সদর উপজেলার গুনারী গ্রামের মজিবর রহমানের ছেলে ও শরিফুল ইসলাম একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

গতকাল বৃহস্পতিবার বিকালে তাদের অস্ত্রসহ আটক করা হয় বলে জানান নাটোর র‍্যাব-৫ এর কোম্পানি কমান্ডার এএসপি শেখ মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, গোপন খবর পেয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুইটি মোবাইল সেট ও সিম কার্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Related posts

Leave a Comment