নরসিংদীর ব্রহ্মপুত্র নদ,শিল্পবর্জ্য ও দখলে অস্তিত্ব হারাচ্ছে

মুক্তবার্তা ডেস্ক: শিল্পবর্জ্য আর প্রভাবশালী মহলের দখলে অস্তিত্ব হারাচ্ছে নরসিংদীর ব্রহ্মপুত্র নদ। শিল্পবর্জ্যে পানি রঙ পাল্টে কোথাও লাল, কোথাও আবার ধারণ করেছে কালচে বর্ণ। এতে বিপর্যয়ের মুখে আশপাশের পরিবেশ ও জীব বৈচিত্র। ব্যবসায়ী নেতারা বলছেন, খরচ কমাতে নির্দিষ্ট সময় পর ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট-ইটিপি বন্ধ রাখেন অনেকে। এদিকে, শিগগিরই দখলদারদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়া আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

নদী পথে ব্যবসা বাণিজ্যসহ জীবন যাত্রার মান উন্নয়নে এক সময় বিরাট ভূমিকা ছিল নরসিংদী দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের। তবে, অপরিকল্পিত শিল্পায়ন আর শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য ফেলে এখন পরিণত হয়েছে মরা নদীতে। শিল্পবর্জ্যে পানির রঙ পাল্টে কোথাও লাল, কোথাও আবার ধারণ করেছে কালচে বর্ণ।

এদিকে, অব্যাহত দুষণের কারণে বিপন্ন হয়ে পড়েছে নদীতে জীব বৈচিত্রের অস্তিত্ব। বিরূপ প্রভাব পড়ছে পরিবেশে।

পরিবেশ অধিদপ্তরের হিসেবে, বর্জ্যশোধনাগার ও ইটিপি থাকলেও তা ব্যবহার করে না জেলার প্রায় ৯০টি কারখানা। অপরিশোধিত বিষাক্ত বর্জ্য নদীতে ফেলার অভিযোগ তাদের বিরুদ্ধে। ব্যবসায়ী নেতারা বলছেন, খরচ কমাতে নির্দিষ্ট সময়ের পর ইটিপি বন্ধ রাখেন অনেকে।

এদিকে, অবৈধ দখলদারদের উচ্ছেদে মাধবদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অচিরেই বেশ কিছু অংশ মুক্ত হবে বলে জানালেন পৌর মেয়র।

শিগগিরিই অবৈধ দখল ও নিয়মবহির্ভূত তৈরি কারখানাগুলোর তালিকা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক।

নরসিংদী সদর উপজেলার ১৫ কিলোমিটার এলাকাজুড়ে বয়ে গেছে ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদ। যার বেশির ভাগ অংশ দখল করে শিল্পকারখানা ও বসতবাড়ি স্থাপন করেছেন প্রভাবশালীরা।

Related posts

Leave a Comment