নতুন রিকশা চালকের আসনে প্রতিমন্ত্রী পলক

মুক্তবার্তা ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে একটি নতুন রিকশায় চালকের আসনে বসে আছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আর যাত্রীর আসনে বসে আছেন রিকশার প্রকৃত মালিক।

সোমবার নিজ জেলা নাটোরের সিংড়ায় মে দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এমন একটি ছবি তার ফেসবুক ওয়ালে পোস্ট করেন।

ক্যাপশনে লেখা ছিল, যাত্রীর আসনে যিনি বসে আছেন, গতকালও তিনি ছিলেন ভাড়ায়চালিত একজন রিকশা শ্রমিক। আজ সকাল থেকে তিনি নিজেই একটি রিকশার মালিক। গত আট বছর থেকে প্রতি বছর ১ মে আমরা চেষ্টা করি অন্ততপক্ষে কয়েকজন শ্রমিককে মালিকে রূপান্তর করার। সেই ধারাবাহিকতায় আজও  ‘মে দিবস’ উপলক্ষে ১০ জন রিকশা শ্রমিককে একটি করে রিকশা প্রদানের মাধ্যমে মালিকে রূপান্তর করা হলো।

Related posts

Leave a Comment