নতুন চমক নিয়ে আসছেন অনন্ত-বর্ষা

মুক্তবার্তা ডেস্ক:তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা দর্শকদের সামনে নতুন পরিচয়ে নতুন চমক নিয়ে আসছেন। ‘আমার ছবি আমার গান’ নামের এই অনুষ্ঠানে অনন্ত জলিল-বর্ষা নিজেই উপস্থাপক আবার নিজেই অতিথি হয়েছেন। দুজনকে দেখা যাবে আলাদা দুটি পর্বে।

এর আগে এই তারকাদ্বয়কে এমনরূপে কখনো দেখা যায়নি। এই অনুষ্ঠানে প্রচার হবে অনন্ত-বর্ষা অভিনীত বিভিন্ন ছবির জনপ্রিয় কিছু গান।

ক্যামেরার সামনে অনন্ত-বর্ষা বলবেন, গানগুলো দৃশ্যধারণের উল্লেখযোগ্য ঘটনা ও অভিজ্ঞতার কথা। সাভারের মনোরম লোকেশনে চলতি সপ্তাহে এর চিত্রায়ন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটির মূল উপজীব্য নিয়ে অনন্ত জলিল বলেন, আমার ছবি আমার গান’ অনুষ্ঠানটির কনসেপ্টটা দারুণ। এখানে আমিই উপস্থাপক আবার আমিই অতিথি। মানে আমি নিজেই নিজের অতিথি। ব্যাপারটা বেশ ভালো লেগেছে।

Related posts

Leave a Comment