নতুন করে ৪৯টি ইয়াবা তৈরির কারখানার তালিকা দিয়েছে বিজিবি

মুক্তবার্তা ডেস্ক:ঢাকায় অনুষ্ঠিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার পুলিশ ফোর্সের (এমপিএফ) মধ্যে সীমান্ত সম্মেলন শেষে বিজিবির পক্ষ থেকে মিয়ানমার পুলিশ ফোর্সকে নতুন করে ৪৯টি ইয়াবা তৈরির কারখানার তালিকা দিয়েছে বিজিবি। এই কারখানাগুলো মিয়ানমারে অবস্থিত।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, এই ৪৯টি কারখানায় উৎপাদিত ইয়াবা সীমান্ত দিয়ে বাংলাদেশের পাচার করা হচ্ছে। মিয়ানমার পুলিশ ফোর্সকে এ কারখানাগুলোর বিষয়ে খতিয়ে দেখতে বিজিবি আহ্বান জানিয়েছে এবং তারা বিজিবির আহ্বানে সাড়া দেবে বলে আশ্বাস দিয়েছে।

Related posts

Leave a Comment