নওয়াজ পদচ্যুত হলে প্রধানমন্ত্রী হবেন শাহবাজ

মুক্তবার্তা ডেস্ক:পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার পরিবারের বিরুদ্ধে আনা আর্থিক দুর্নীতির মামলায় শুনানি শেষ হয়েছে। আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলে পদচ্যূত হবেন প্রধানমন্ত্রী। সেই ক্ষেত্রে তার ভাই শাহবাজ শরিফকেই প্রধানমন্ত্রী পদে বসাতে চান বলে জোর জল্পনা শুরু হয়েছে পাকিস্তানের রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, রায় ঘোষণার আগে শুক্রবার রাতে একটি উচ্চ পর্যায়ের দলীয় বৈঠক তলব করেন নওয়াজ। পাকিস্তান মুসলিম লীগের সেই বৈঠকে অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, উপদেষ্টা মন্ত্রকের সচিব এবং আইনজীবীদের সঙ্গে হাজির ছিলেন শাহবাজও। সেখানেই নওয়াজ প্রয়োজনে ভাইকে প্রধানমন্ত্রীর পদে বসানোর ইচ্ছা প্রকাশ করেন।

দলের সম্মতি থাকলেও বর্তমান পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজের প্রধানমন্ত্রী হয়ে ওঠার পথ ততটা সহজ নয় বলে মনে করছেন পাকিস্তানের রাজনীতিবিদরা।

শাহবাজ পাকিস্তানের আইনসভার নিম্নকক্ষের সদস্য নন। সে ক্ষেত্রে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী হতে গেলে তাকে নির্বাচনে জিতে আসতে হবে। বৈঠকে সেই সমস্যা নিয়েও আলোচনা করেন শরিফ। বৈঠকে ঠিক হয়, নির্বাচনের পথেই হাঁটবেন শাহবাজ। সেই সময়টুকু অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হয়ে দায়িত্ব সামলাবেন দেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পাশাপাশি আদালতের রায়ে নওয়াজ ও তার পরিবার দোষী সাব্যস্ত হলে আইনি পথে কী ভাবে পরিস্থিতির মোকাবিলা করা হবে সেই নিয়েও বৈঠকে আলোচনা হয়।

যদিও এক সাক্ষাৎকারে এই বৈঠকের কথা মেনে নিলেও সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘ওই দিনের বৈঠকে এমন কোনও আলোচনাই হয়নি। নওয়াজই দলের প্রধান। তার নেতৃত্বেই দল চলবে। প্রধানমন্ত্রীর পদে অন্য কাউকে মনোনীত করার প্রশ্নই নেই।’

পানামা নথি ফাঁসের পরে আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে নওয়াজ শরিফ ও তার পরিবারের। বিশেষ করে পরিবারের সদস্যদের বিদেশে প্রচুর সম্পত্তি ও আয়ের উৎস নিয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলেছে আদালতের নির্দেশে গঠিত যৌথ তদন্ত কমিটি। তার ভিত্তিতেই পাকিস্তানের শীর্ষ আদালতে গত চার দিন ধরে মামলার শুনানি চলেছে। সম্প্রতি সেই মামলায় তদন্ত কমিটি অভিযোগ এনেছিল, আর্থিক কেলেঙ্কারির অভিযোগ থেকে বাঁচতে জাল নথি পেশ করেছেন নওয়াজ পুত্র হুসেন নওয়াজ ও কন্যা মরিয়ম নওয়াজ। সেই পরিপ্রেক্ষিতে শুক্রবারই সুপ্রিম কোর্ট জানিয়েছে, আর্থিক কেলেঙ্কারি থেকে বাঁচতে জাল নথি দিলে সাত বছর কারাবাস করতে হবে নওয়াজ শরিফের ছেলেমেয়েকে। ছাড় পাবেন না নওয়াজ নিজেও।

Related posts

Leave a Comment