মুক্তবার্তা ডেস্ক:কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে নওগাঁর পতিসরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ সোমবার বেলা আড়াইটায় রবীন্দ্র কাছারিবাড়ির দেবেন্দ্র মঞ্চে জন্মবার্ষিকীর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
এই প্রথম রবীন্দ্র জন্মজয়ন্তীর উৎসবে পতিসরে আসছেন রাষ্ট্রপতি। কবির স্মৃতিবিজড়িত বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে সাজানোর চেষ্টা করা হয়েছে পতিসর কাছারিবাড়ি।
জানা গেছে, এ বছর রবীন্দ্র জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে বিশ্বকবির স্মৃতিবিজরিত নওগাঁর পতিসরে। ১৯৯৩ সাল থেকে পতিসরে রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপিত হয়ে আসছে।
বিশ্বকবির জন্মবার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মানুষের ধর্ম: রবীন্দ্রনাথ ও সমকালীন মানসিকতা’। এ বিষয়ে স্মারক বক্তব্য দেবেন হায়াৎ মামুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
আলোচনার পর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।