মুক্তবার্তা ডেস্ক:চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পঞ্জাবকে সমর্থন করেন সানি লিওন। প্রীতি জিনতার আমন্ত্রণে আইপিএলে এবার ধারাভাষ্যকারের ভূমিকায়ও কাজ করছেন বলিউডের এই জনপ্রিয় নায়িকা।
এতকিছুর মাঝে সানি লিওনকে টুইটারে তাঁর এক ভক্তের প্রশ্ন, ‘সানি, আপনার প্রিয় দল কোনটি এবং পছন্দের ক্রিকেটার কে?’ উত্তরে সানি বলেন, ‘ আমার প্রিয় দল ভারত আর প্রিয় ক্রিকেটার ধোনি।’
মজার ব্যাপার হলো ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার কিংবা বিরাট কোহলি, দু’জনের একজনকেও পছন্দের তালিকায় রাখেননি সানি।
উল্লেখ্য, নীল ছবিকে গুডবাই বলে সানি এখন বলিউড মাতাচ্ছেন। ২০১২ সালে পূজা ভাটের জিসম-২ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় তার। ওই বছরই ‘ইন্ডিয়ান এক্সপ্রেসে’ দেয়া এক সাক্ষাৎকারে নিজেকে ভারতের অধিবাসী হিসেবে ঘোষণা দেন সানি।