ধর্মগুরুর সাজা ঘোষণা আজ, কথায় কর্ণপাত না করলে গুলি

মুক্তবার্তা ডেস্ক: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে, নারী ভক্তকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিমের সাজা আজ সোমবার ঘোষণা করবেন সিবিআইয়ের বিশেষ আদালত।

এদিকে রাম রহিম সিংয়ের সাজা ঘোষণাকে কেন্দ্র করে হরিয়ানার রোহতক শহর অনেকটা নিরাপত্তা দুর্গে রূপ নিয়েছে। পুলিশ বলেছে, কেউ সহিংসতার চেষ্টা করলে তাকে সতর্ক করা হবে। সতর্কতায় কর্ণপাত না করলে গুলি করা হবে।

সাজা ঘোষণাকে কেন্দ্র করে, বিশেষ করে রোহতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরে হাজারো পুলিশ ও আধা সামরিক সেনা মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনী।

সহিংসতার আশঙ্কায় হরিয়ানার ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। যানবাহন তল্লাশি করা হচ্ছে।

রাম রহিমের ভক্তরা রোহতকে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করতে পারে বলে ধারণা করছে পুলিশ। রোহতক পুলিশের উপকমিশনার অতুল কুমার বলেছেন, তারা শহরের কোথাও কাউকে কোনো ধরনের ঝামেলা পাকাতে দেবেন না। কেউ আইন ভাঙলে বা সহিংস কর্মকাণ্ডে জড়ালে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে। কেউ গোলমাল পাকালে প্রথমে তাকে সতর্ক করা হবে। এই সতর্কতা আমলে না নিলে গুলি করা হবে।

রাম রহিমকে রোহতক কারাগারে রাখা হয়েছে। কারাগার ঘিরে বহু স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ১৫ বছর আগে দুই শিষ্যকে ধর্ষণের অপরাধে গত শুক্রবার রাম রহিমকে দোষী সাব্যস্ত করেন হরিয়ানা রাজ্যের পাঁচকুলায় সিবিআইয়ের বিশেষ আদালত। দোষী সাব্যস্ত করার পর রাম রহিমকে আদালত থেকে রোহতক কারাগারে নিয়ে যাওয়া হয়।

রাম রহিমকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণার দিন শুক্রবার সহিংসতায় অন্তত ৩৬ জনের মৃত্যু হয়। আহত হয় প্রায় ৩০০ জন।

Related posts

Leave a Comment