মুক্তবার্তা ডেস্ক:মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য আবারও ত্রাণসামগ্রী পাঠিয়েছে চীন।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৩.৫০ টন ত্রাণ নিয়ে চীনের একটি কার্গো ফ্লাইট অবতরণ করে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর হাতে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করেন চীন দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কর্মাশিয়াল কাউন্সিলর লি গুয়ানজিয়ান।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, দ্বিতীয় দফায় চীনের পাঠানো ৫৩.৫০ টন ত্রাণসামগ্রী এসেছে। ২ দফায় ১১০ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে চীন। ত্রাণসামগ্রীর মধ্যে ২ হাজার পিস তাঁবু ও ৩ হাজার পিস কম্বল রয়েছে।