মুক্তবার্তা ডেস্ক:হেফাজতে ইসলামের আমির ও দেশের অন্যতম শীর্ষ আলেম আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে চট্টগ্রাম থেকে বিশেষায়িত অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে। তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজতে ইসলামের নেতারা।
আল্লামা শফীর বড়ছেলে মাওলানা মুহাম্মদ ইউসুফ জানান, সোমবার সকালে হৃদরোগ ও শাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সি.এস.সি.আর এ ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।
হেফাজত আমিরের ছেলে বলেন, বর্তমানে শাসকষ্ট ও কফ জমে থাকায় কথা বলতে পারছেন না তিনি। এছাড়াও ২০ দিন ধরে মুখ দিয়ে কিছু খেতে না পারায় পাইপ দিয়ে খাবার দেয়া হচ্ছে।