‘দেশ কা স্মার্টফোন’, সস্তার ফোনে দামি ফিচার

মুক্তবার্তা ডেস্ক: জায়োমি আনছে ‘দেশ কা স্মার্টফোন’। আপাতত এই ফোনকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্মার্টফোনের বাজারে। জানা গিয়েছে জায়োমি তাদের নতুন একটি ফোন আনতে চলেছে ৩০ নভেম্বরে। এই সপ্তাহের গোড়া থেকেই শুরু হয়েছে এই ফোন নিয়ে জল্পনা। এখনও পর্যন্ত এই ফোন সম্পর্কে খুব বিস্তারিত কিছু জানা গেলেও যেটুকু শোনা যাচ্ছে, তাতেই আগ্রহ বাড়ছে দিন দিন। শোনা যাচ্ছে কম দামে দুর্দান্ত ফিচার নিয়ে বাজার কাঁপাতে আসছে এই ফোন।

প্রসঙ্গত, জিও তাদের জিওফোন লঞ্চ করার সময়ে সেই ফোনকে বলেছিল ‘ইন্ডিয়া কা স্মার্টফোন’। সেই ট্যাগলাইনকেই অনুসরণ করে কি জিওকে চ্যালেঞ্জ ছুড়ে দিল জায়োমি?

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, রেডমির এই নয়া ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে এর ব্যাটারি। এর ব্যাটারি লাইফ থাকবে যথেষ্ট বেশি। ফলে একবার চার্জ দেওয়ার পরে বহুক্ষণ চার্জ না দিয়ে ব্যবহার করা যাবে ফোনটি।

আরও একটি আকর্ষণীয় ব্যাপার হল, এই ফোনের  দাম। ‘দেশ কা স্মার্টফোন’ এই ট্যাগলাইন থেকেই পরিষ্কার, জায়োমি চাইছে এর দাম যেন সাধারণের নাগালের মধ্যে থাকে।

এ দেশে জায়োমির বাজার ক্রমেই বিস্তৃত হচ্ছে। এখনও পর্যন্ত জায়োমি রেডমি ৪এ ফোনটিই তাদের সবথেকে সস্তা ফোন। সেই রেকর্ডও এবার ভেঙে ফেলতে চাইছে জায়োমি। জল্পনা চলছে, তবে কি ৫ হাজারের মধ্যেই এই ফোনের দাম রাখার কথা ভাবা হচ্ছে!

আর মাত্র ক’টা দিন। তার পরেই মিলবে সেই প্রশ্নের উত্তর। আপাতত দেশজুড়ে প্রতীক্ষা ‘দেশ কা স্মার্টফোন’-এর।

Related posts

Leave a Comment