দেশে স্বাস্থ্য ঝুঁকি, রোহিঙ্গা শরণার্থীরা শঙ্কাজটিল রোগে আক্রান্ত

মুক্তবার্তা ডেস্ক: মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের একজনকে এইডস আক্রান্ত রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে দেশে স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা দেখা দিয়েছে। তবে এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ স্বাস্হ্য বিভাগের। তাদের আশ্বাস, সমন্বিত কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি সামাল দেয়া হবে।

টেকনাফ-উয়িখায় কেবলই মিয়ানমারের রাখাইন রাজ্যে থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মুখ। যাদের বড় অংশ হচ্ছে নারী ও শিশু। একদিকে থাকা-খাওয়ার কষ্ট, তারপর বৈরি আবহাওয়া। সেই সাথে দীর্ঘপথের ক্লান্তি। সবমিলে বড়  ধরণের  অপুষ্টির শিকার রোহিঙ্গারা। আস্তে আস্তে বাড়ছে নানা রোগব্যাধি। এরই মধ্যে এইডস এর মতো ভয়াবহ সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে শরণার্থীদের মধ্যে।

কেবল শরণার্থী নয়, তাদের মাধ্যমে রোগব্যাধি সংক্রমিত হতে পারে স্থানীয়দের মাঝেও। তাই এই বিষয়টিতে জোর দেয়া উচিত বলে মনে করছেন  চিকিৎসকরা।
শরণার্থীদের নিয়ে কপালে চিন্তার ভাঁজ স্বাস্হ্য বিভাগেরও।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম’র দেয়া তথ্য মতে, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবায় সরকারের পাশাপাশি ১০টি’র অধিক দেশি-বিদেশি সংস্থা কাজ করছে।

Related posts

Leave a Comment