মুক্তবার্তা ডেস্ক:‘আপনারা সারাদেশে নৌকা মার্কায় ভোট চাইবেন, আর আমরা কোর্টের বারান্দায় ঘুরব; এটা সুষ্ঠু নির্বাচনের লক্ষণ নয়। দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে সব রাজবন্দিদের মুক্তি দিতে হবে।’ক্ষমতাসীন দলকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,
তিনি বলেন, ‘খালেদা জিয়া, তারেক রহমানসহ বিরোধীদলের সব নেতাকর্মীদের ওপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং দেশে ভয়হীন, আতঙ্কমুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।’
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুকের মুক্তি দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মানববন্ধনে দুদু বলেন, ‘দেশের চলমান সংকট নিয়ে আলোচনার দায়িত্ব বিএনপি নেবে না। সময় বেশি দিন নাই, অনতিবিলম্বে দেশের চলমান সংকট নিয়ে বিএনপিসহ সব বিরোধীদলের সঙ্গে আলোচনায় বসুন। এটা ব্যর্থ হলে যে আন্দোলনের ঝড় উঠবে, তাতে আপনারা তছনছ হয়ে যাবেন। এ আন্দোলন ২০১৪ সালের মত নয়, এটি হবে দেশে সত্য প্রতিষ্ঠিত করার আন্দোলন।’
দুদু অভিযোগ করেন, ‘সরকার আবারও ২০১৪ সালের ৫ জানুয়ারির মত একদলীয় নির্বাচনের পাঁয়তারা করছে। খালেদা জিয়াকে প্রতি সপ্তাহে দু’বার কোর্টে নিয়ে কারাগারে নেওয়ার যাবতীয় ব্যবস্থা করছে।’