দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল‘জঙ্গি’দের

মুক্তবার্তা ডেস্ক:নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে আটক আট জঙ্গির দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় র‌্যাব-১১ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান র‌্যাব-১১ এর সিও লে.কর্নেল কামরুল হাসান।

তিনি জানান, আটকরা নাশকতার জন্য নারায়ণগঞ্জ ছাড়াও ঢাকা, কুমিল্লা ও উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে শক্তিশালী নেটওয়ার্ক বিস্তার করেছে। এজন্য সারাদেশে তথ্য প্রযুক্তি, জঙ্গিবাদ ও অস্ত্র চালনাসহ বিভিন্ন বিষয়ে পারদর্শী তাদের বিপুল সদস্য ছড়িয়ে আছে। নাশকতা রোধে র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

গতকাল রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও কুমিল্লায় অভিযান চালিয়ে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের আট সদস্যকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি ককটেল, বিপুল বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়।

আটকরা হলেন জামাল ওরফে রাসেল জিহাদি (৩৫), খন্দকার আবু নাঈম ওরফে নাঈম জিহাদী (৪৯), নুরুল আবছার (২৭) মো. মহসিন (৫২),  জাবির হাওলাদার (২২), আক্তারুজ্জামান  ওরফে মারুফ (৩২), হাফেজ মাওলানা ওমর ফারুক (৩২) ও আবুল কাশেম মুন্সী (৩১)। তারা সবাই জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য।

Related posts

Leave a Comment