দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

মুক্তবার্তা ডেস্ক:সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব এম আবুল কালাম আজাদ  জানান, রাষ্ট্রপতি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে শনিবার রাত প্রায় ১০টা ৪০ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।

রাষ্ট্রপতি বিমানবন্দরে পৌঁছার পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডিপ্লোমেটিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, সংশ্লিষ্ট সচিবগণ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

 

Related posts

Leave a Comment