মুক্তবার্তা ডেস্কঃ দুবাইতে এশিয়া কাপের সফল সফর শেষে শনিবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে শেষ বলে হেরে তৃতীয়বারের মত শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে মাশরাফির বাংলাদেশের।
গতকাল রাত ১১টার দিকে টাইগারদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাদের শুভেচ্ছা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবারের এশীয় আসরে ‘বি’ গ্রুপে ছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানের জয় দিয়ে আসর শুরু করে টাইগাররা। আর ফাইনাল মঞ্চে ২২২ রানের স্বল্প পুঁজি নিয়ে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করে টান টান উত্তেজনায় শেষ বলে পরাজয় মেনে নিতে হয় লাল-সবুজদের।