মুক্তবার্তা ডেস্ক: জঙ্গিদের শক্তি ভেঙে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেছেন, সারাদেশে জঙ্গিরা যেভাবে আত্মপ্রকাশ করেছিল, ঠিক সেভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাদের আটক করে আইনের আওতায় আনা হয়েছে।
বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার নব-নির্মিত ভবন উদ্বোধনের সময় এসব কথা বলেন আইজিপি।
পুলিশ প্রধান বলেন, জঙ্গিবিরোধী অভিযান চালানোর সময় কিছু দুস্কৃতকারী নিহত হয়েছে। দেশে আর জঙ্গি হামলার আশঙ্কা নেই।
জঙ্গিরা আর দাঁড়াতে পারবে না এমনটা জানিয়ে শহীদুল হক বলেন, জঙ্গিদের দমনে পুলিশ খুব তৎপর রয়েছে। তারা আর মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না।
জেলা থেকে মাদক নির্মূল করতে পুলিশকে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান পুলিশ প্রধান।