দেশে অব্যাহত অরাজকতা পরিস্থিতি চলছে : নোমান

মুক্তবার্তা ডেস্ক:  বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন চালের দাম প্রতি কেজি মাত্র ১৬ টাকা হওয়ার পরও আওয়ামী লীগ আন্দোলন করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

দেশে নিরব দুর্ভিক্ষ চলছে দাবি করে তিনি বলেন, চালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এটি এখন আর জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নেই।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

দেশে একটি অব্যাহত অরাজকতা পরিস্থিতি চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এখন জনগণ কোনো কথা বলতে পারে না। একটি গণতান্ত্রিক সরকারই কেবলমাত্র এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে পারে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট ত্রিমুখী সমস্যা। আমরা আগেই বলেছি এই সমস্যা কিভাবে সমাধান করা যায়। তার জন্য দেশের সকল মানুষের মধ্যে জাতীয় ঐক্য গঠন করে কৌশল গ্রহণ করা প্রয়োজন। কিন্তু সরকার এটিকে বিদ্রুপ করেছে। আমরা সরকারকে বলতে চাই বিএনপি তাদের সঙ্গে আলোচনা করতে চায় না। রোহিঙ্গা সংকট নিয়ে জাতির সাথে ঐক্য করতে চায়।

নোমান বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান সহজে হবে না। এই সমস্যার সমাধান আন্তজাতিক পর্যায়ে হতে হবে। দ্বিপক্ষীয়ভাবে সম্ভব নয়। কিন্তু সরকার বিশ্ববাসীর কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে কোনো প্রস্তাব গ্রহণ করা হয় নাই।

Related posts

Leave a Comment