মুক্তবার্তা ডেস্ক:মু্ক্তি পেল দেব-রুক্মিণীর অভিনীত ছবি ‘চ্যাম্পে’র ট্রেলার। ছবিটি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রযোজনা সংস্থা থেকে নির্মিত। টুইটারে লাইভ এসে ট্রেলার লঞ্চ করলেন দেব ও রুক্মিণী। লাইভ অনুষ্ঠানটি হোস্ট করলেন দেবের বহুদিনের বন্ধু, লেখক-প্রযোজক রামকমল মুখোপাধ্যায়।
টোয়েন্টি-টোয়েন্টি বা ডার্বিতে নিমগ্ন বর্তমান প্রজন্মের বাঙালিদের অনেকেই হয়তো জানেন না, স্বদেশী যুগে বাংলায় ব্যাপক ভাবে বক্সিং চর্চার চল ছিল। এখনও সেই পুরনো বক্সিং ক্লাবগুলির বেশ কয়েকটি টিকে রয়েছে। এছাড়া বাংলা সাহিত্যেও দু’টি অত্যন্ত উল্লেখযোগ্য উপন্যাস রয়েছে এই বিশেষ স্পোর্ট নিয়ে— মতি নন্দীর ‘শিবা’ এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘বক্সার রতন’।
তবে এই ছবির গল্প দেবের নিজস্ব। তাই শুধু প্রযোজক হিসেবে নয়, এই ছবির হাত ধরেই চলচ্চিত্রের গল্প লেখাতেও হাত পাকালেন দেব। মহরতের দিন থেকেই এই ছবি নিয়ে বিশেষ উৎসাহ টলিউড অনুগামীদের মধ্যে।
দেখে নিন কেমন হল ছবির ট্রেলার: