দুয়ারিপাড়া এলাকায় আগুনে পুড়ে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু

মুক্তবার্তা ডেস্ক: রাজধানীর রূপনগর থানার দুয়ারিপাড়া এলাকায় আগুনে পুড়ে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম আসমা আক্তার।

বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আসমা আক্তারের বাড়ির মালিক নুরনবী বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে গার্মেন্টস থেকে বাসায় ফিরে রান্না করছিলেন আসমা। এ সময় তার শরীরে আগুন ধরে যায়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর চারটার দিকে তার মৃত্যু হয়।

নিহত আসমা রাজধানীর মিরপুর রূপনগর থানার দুয়ারিপাড়ার ভোলা বস্তির নুরনবীর বাড়িতে থাকতেন। তিনি ভোলা সদর থানার ইলিশা গ্রামের আবদুল মান্নানের মেয়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related posts

Leave a Comment