মুক্তবার্তা ডেস্ক:আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, আত্মমর্যাদা নিয়ে খেয়ে পরে যেন মানুষ বাঁচতে পারে তার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে।
সকালে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থ ও ভিক্ষুক পুনর্বাসনে এডিপির আওতায় সহায়ক উপকরণ ও সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত টিআর ও কাবিটা অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী নন; তিনি অসহায়, গরিব-দুঃখী মানুষের অভিভাবক। এ কারণেই তিনি সারা বিশ্বে পরিচিতি লাভ করেছেন। শুধু তাই নয়, যাদের বাড়ি-ঘর নেই তাদের গৃহনির্মাণ করে দিচ্ছে সরকার।
ভিক্ষাবৃত্তিকে একটি নিকৃষ্ট পেশা উল্লেখ করে তিনি বলেন, ভিক্ষুকদের কেউ সস্মান করে না। তাদের আত্মসম্মান মর্যাদা নেই। দেশকে ভিক্ষুকমুক্ত করতে কাজ করছে সরকার। তাই ভিক্ষাবৃত্তি বন্ধে সরকার পুনর্বাসনের ব্যবস্থা করেছে।