দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও সহকারী প্রকৌশলী বদিউজ্জামান ফারুকী জুয়েলের অনিয়ম- দুর্নীতির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম রমজান।
দুর্নীতির প্রতিবাদে নিজের শরীরে স্লোগান লিখে জাতীয় পতাকা হাতে গতকাল সোমবার প্রায় দেড় ঘণ্টা ধরে প্রখর রোদে দাড়িয়ে নীরব এ প্রতিবাদ জানিয়েছেন তিনি।
এ সময় তার এই অভিনব প্রতিবাদ কর্মসূচি দেখতে উৎসুক জনতার ঢল নামে। কেউ কেউ এ নিয়ে বিরুপ মন্তব্যও করেছেন।
কাউন্সিলর রমজান জানান, আগামীতে অন্যান্য কাউন্সিলর ও নাগরিকদের সঙ্গে নিয়ে তিনি অনিয়ম ও দুর্নীতি বন্ধের জন্য প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবেন।
এ সময় ভবন তৈরির পরিকল্পনা তৈরির নিয়ম মানার পরিবর্তে সহকারী প্রকৗশলীর বিরুদ্ধে ১০-১৫ হাজার টাকা করে ঘুষ দাবির অভিযোগ তোলেন কয়েকজন ভুক্তভোগী। সেবা থেকে বঞ্চিত নাগরিকরা ভোগান্তির শিকার হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
তবে তার বিরুদ্ধে অভিযোগকে রাজনৈতিক বলে দাবি করেছেন বিএনপি সমর্থিত মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।