মুক্তবার্তা ডেস্ক:সালমান খানের খোলামেলা ছবি ইন্সটাগ্রামে পোস্ট দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ। অনেকের ধারণা, আবারও হয়ত একসাথে দেখা যাবে তাদের দুজনকে। দুজনের প্রতি সবার ভালবাসাই তাদেরকে এক করেত চায়। তবে কারও মতে এটা নিছকই আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিংয়ের ফাঁকে তোলা কোনও ছবি যা শেয়ার করেছেন ক্যাটি।
অনেকেই আবার ভাবছেন, এক সঙ্গে নেই সালমান-ক্যাটরিনা। পুরনো কোনও ছবি শেয়ার করেছেন নায়িকা। কিন্তু সব জল্পনার অবসান হল দুবাইয়ের একটি পাঁচতারা হোটেলের তরফ থেকে পোস্ট হওয়া কয়েকটি ছবি সামনে আসার পর।
হ্যাঁ, এক সঙ্গেই রয়েছেন সালমান-ক্যাটরিনা। দু’জনেই এখন রয়েছেন দুবাইয়ের আল আইন রোটানা হোটেলে। এই হোটেলের অফিসিয়াল সোশ্যাল পেজে সোমবার রাতে চারটি ছবি পোস্ট করেন আল আইন রোটানা কর্তৃপক্ষ। ছবিগুলি থেকে এটা স্পষ্ট, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিংয়ে এখন ওই হোটেলে উঠেছেন সালমান-ক্যাটরিনা-সহ শুটিং ইউনিটের অনেকেই। হোটেলের অটোগ্রাফের ডায়রিতে ‘টাইগার জিন্দা হ্যায়’র উল্লেখ করে সালমান-ক্যাটরিনার সইও ধরা পড়েছে এই ছবিতে।