মুক্তবার্তা ডেস্ক:নাজনীন সুলতানা রুম্পা। লেখাপড়া করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। স্নাতেকাত্তর শ্রেণির মেধাবী এই শিক্ষার্থীর দুটো কিডনিই অকেজো হয়ে গেছে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। রুম্পাকে বাঁচাতে এখন সাহায্যের প্রয়োজন।
নাজনীনের বড় ভাই আল রাশেদ বলেন, ‘গত বছর অক্টোবরে হঠাৎ করেই নাজনীন অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেয়ার পর জানা যায় তার দুটো কিডনিই নষ্ট। এরপর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছে। প্রতি সপ্তাহে তিনবার করে ডায়ালাইসিস করাতে হচ্ছে। যা অত্যন্ত ব্যয়বহুল।’
‘বর্তমানে তার বোনের শারীরিক অবস্থা খুবই খারাপ (স্টেজ-৫ উপরে অবস্থান করছে)। ডাক্তার বলেছেন যত দ্রুত সম্ভব কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে’ কান্না জড়িত কণ্ঠে সাহায্যের আবেদন জানান রাশেদ।
নাজনীনের বাবা অবসরপ্রাপ্ত সাবেক সরকারি কর্মকর্তা। তার পরিবারের পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব নয়। নাজনীনের চিকিৎসায় সমাজের বিত্তবানরা একটু সাহায্যের হাত বাড়ালেই তাকে বাঁচানো সম্ভব।
সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাব নম্বর-১২৩.১০১.০১৬০.২৯২। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এলিফ্যান্ট রোড ঢাকা।
বিকাশ নম্বর-০১৭১০০১৮০৪৫ ও ০১৫৩৪৩৫৬৪৬০ (রাশেদ)।