দুই যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

মুক্তবার্তা ডেস্ক: মানিকগঞ্জের শিবালয় উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদস্যকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার সঙ্গে জড়িত অভিযোগে শিবালয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলী আহসান মিঠুসহ ১৮ জনের নামে থানায় মামলা হয়েছে।

আহত উপজেলা যুবলীগের আহ্বায়ক লালন ফকির বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন এবং ও সদস্য রাকিবুল ইসলামকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, ডিস, স্পিড বোট ব্যবসা ও আরিচা টার্মিনাল দখল নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।

Related posts

Leave a Comment