মুক্তবার্তা ডেস্ক:ঢাকা মহানগরকে দুই ভাগ করে বিএনপির নতুন যে কমিটি গঠন করা হয়েছে তারা সফল হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘তারুণ্যনির্ভর’ এই কমিটি আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন তিনি।
বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর বিএনপির দুই ভাগের কমিটির নেতাদের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল এই আশার কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দলের চেয়ারপারসনের নিজস্ব তত্ত্বাবধানে এই কমিটি করা হয়েছে। এদের আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা আছে। কমিটির অনেকে তরুণ। আমরা আশাবাদী নতুন কমিটি আগামী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবে।’
মহাসচিব বলেন, ‘আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার সময় বেঁধে দেয়া হয়েছে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবেন।’
এসময় মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহল নতুন কমিটি দেয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান।
সোহেল বলেন, ‘যারা কমিটিতে আছেন এবং যারা বাদ পড়েছেন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। নতুন কমিটি নিয়ে যে প্রত্যাশা তা পূরণ করতে আমরা সক্ষম হবো।’