মুক্তবার্তা ডেস্ক:দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউডের ‘রঙ্গিলা’ কন্যা ঊর্মিলা মাতন্ডকার। তবে অভিনয় দিয়ে নয়, ইরফান খানের ‘রাইতা’ সিনেমায় একটি বিশেষ গানে দেখা যাবে তাকে।
২০০৮ সালে ঊর্মিলাকে শেষ দেখা গিয়েছিল সতীশ কৌশিকের ‘কর্জ’ ছবিতে। এরপর টেলিভিশনের এক রিয়্যালিটি শো’র বিচারকের দায়িত্ব পালন করেছিলেন কিছুদিন।
‘রাইতা’ ছবির পরিচালক অভিনয় দেও তার ছবিতে ঊর্মিলাকে পেয়ে অতন্ত্য খুশি। কারণ, কাজ বাছাইয়ের ব্যাপারে এ অভিনেত্রীর খুঁতখুঁতে স্বভাবের কথা কমবেশি সবাই জানেন। অনেক দিন পর এই ছবির গানে তিনি কাজ করতে রাজি হয়েছেন, এতেই নির্মাতা আনন্দিত।
আর তার দুর্দান্ত নাচের কথা নিশ্চয়ই ভক্তরা ভুলে যাননি। অভিনয় জানান, ‘ছবির এই গানটির জন্য আমরা এমন একজনকে খুঁজছিলাম, যিনি খুব ভালো নাচতে পারে ও একই সঙ্গে জনপ্রিয়। আমাদের পছন্দের সঙ্গে ঊর্মিলা একেবারে মিলে গেছে।’ এই গানের কোরিওগ্রাফি করবেন রজিত দেব।
জুলাই মাসে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আর এই বিশেষ গানের শুটিং করতে প্রায় সাত দিন লেগে যাবে বলেও জানান পরিচালক।
কমেডি ঘরানার এই ছবিতে ইরফানের বিপরীতে দেখা যাবে কৃতী কুলহারিকে।