মুক্তবার্তা ডেস্ক: পিকার ‘ঘুমর’ গানে নাচলেন সাকিরা! সঙ্গে বেয়ন্সে!
হ্যাঁ, ঠিকই পড়ছেন। পদ্মাবতী ছবির ‘ঘুমর’ গান। দীপিকার ছোঁয়ার যা ইতিমধ্যেই দর্শকের মন কেড়ে নিয়েছে। এ বার সেই গানে বেয়ন্সেকে পাশে নিয়ে ‘নেচে’ ভক্তদের চমকে দিলেন সাকিরাও।
হেঁয়ালি ছেড়ে বিষয়টা এ বার পরিষ্কার করা যাক। সাকিরা-বেয়ন্সের একটা পারফরম্যান্স যে সোশ্যাল মিডিয়ায় হিট, এর মধ্যে এতটুকু ভুল নেই। তবে সেই গানটি ছিল এই জুটির ২০০৭ এর হিট গান ‘বিউটিফুল লায়ার’। সম্প্রতি সেই ভিডিও-র সঙ্গে ‘ঘুমর’ গানের অডিও জুড়ে দিয়ে নতুন করে পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
২ নভেম্বর মিক্স করা এই ভিডিও শেয়ার হয়। বিষয়টি যে এতটা হিট করবে তা বোধহয় ভাবতে পারেননি খোদ আপলোডারও। এখনও পর্যন্ত মিক্স করা ভিডিওটিতে ৮৬ হাজারের বেশি ভিউ এবং ৩ হাজারের বেশি প্রতিক্রিয়া মিলেছে।