দিনেই রজনীকান্তের জেইলারের আয় ১০০ কোটি!

মুক্তবার্তা ডেস্কঃ সুপারস্টার রজনীকান্তের সিনেমা জেইলার। মুক্তির প্রথম দিনে (১০ আগস্ট) বিশ্বব্যাপী একশ’ কোটি রুপি আয় করেছে বলে দাবি করা হয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’তে।

সিনেমার বাণিজ্য বিশেষজ্ঞ রমেশ বালার শেয়ার করা পরিসংখ্যানের বরাতে এই প্রতিবেদন করা হয়েছে। বালার দাবি, সিনেমাটি আজ শুক্রবার সকালেই ১০০ কোটি রুপি আয় অতিক্রম করেছে।

রমেশ তার টুইটে দাবি করেছেন, জেইলার শুক্রবার সকালেই ১০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে। তার দাবি অনুযায়ী, রজনীকান্তর জন্য ১১তম চলচ্চিত্র, যা ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।

Related posts

Leave a Comment