দলের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার ও দেড় শতাধিক আহত করেছেঃ রিজভী

মুক্তবার্তা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী দলের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার ও দেড় শতাধিক নেতাকর্মীকে আহত করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীরা কয়েকটি গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে, এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, যখনই তারা এ ধরণের নৃশংস আক্রমন করবে অবিচার করবে, অনাচার করবে তখন দেখবেন এটাকে অন্যদিকে সরিয়ে দেয়ার জন্য দৃষ্টিকে ঘুরিয়ে দেয়ার জন্য এ ধরণের নানা ঘোলানে কথা বলবে।

তিনি বলেন, এর আগেও জনগণের ন্যায় সংগত আন্দোলনে তারা এ ধরণের অপবাদ দিয়েছিল। এই অপবাদগুলো এখনো দিচ্ছেন। এটা সরকারের এজেন্সিগুলো করে। যখন দেখে যে তাদের আক্রমণ তাদের অনাচার মানুষের কাছে একটা ভিন্ন রুপে ফুটে উঠছে তখনই তা ঢাকা দেয়ার জন্য তারা এগুলো করে।

বিএনপির এই নেতা বলেন, শাসক দল আওয়ামী লীগ এখন সন্ত্রাসের ল্যাবরাটরিতে পরিণত হয়েছে। নানামুখী সন্ত্রাসের অভিনব কায়দা-আবিচার করে ভােটারবিহীন সরকার তা জনগণের উপর প্রয়ােগ করছে। ভিন্ন কায়দায় সরকারের আক্রমণের প্রধান লক্ষ্য হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Related posts

Leave a Comment