দণ্ডপ্রাপ্তদের মুক্তির আদেশে রোমানিয়ায় ছড়িয়েছে উত্তেজনা

মুক্তবার্তা ডেস্ক:দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্তদের কারামুক্তির পথ খুলে দিয়ে একটি আদেশ পাস হওয়ার পর রোমানিয়ার রাজধানী বুখারেস্টে বড় আকারে ছড়িয়ে পড়েছে সরকারবিরোধী আন্দোলন। বুধবার রাজধানীতে সরকারি ভবনের সামনে প্রায় দেড় লাখ মানুষের জনসমাগম ঘটে। এছাড়া সমাবেশ হয়েছে অন্যান্য শহরেও।

বিক্ষোভকারীদের কয়েকজন পুলিশের ওপর হামলাও চালান। জবাবে টিয়ারশেল ছোড়ে পুলিশ।

মঙ্গলবার ডিক্রি পাস হওয়ার পর এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী সরিন গ্রিনদেয়ানু নেতৃত্বাধীন বামপন্থি সরকার বলছে, কারাগার থেকে বন্দিদের চাপ কমানো দরকার। কিন্তু তার সমালোচকরা বলছেন, নিজের লোকদের দুর্নীতির দায় থেকে মুক্তি দিতেই এ ব্যবস্থা নিচ্ছেন তিনি।

বিক্ষোভকারীরা ‘চোর’ ‘চোর’ বলে স্লোগান দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে উত্তেজনা প্রশমনে সরকারকে চাপ দেয়া হচ্ছে। ইইউ কমিশনার জিন-ক্লদ জাঙ্কার বলেন, ‘কমিশন গভীরভাবে রোমানিয়ার অবস্থা পর্যবেক্ষণ করছে।

বিক্ষোভে আসা নিকোলি সানচু বলেন, ‘আমরা আমাদের দেশকে ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করতে এখানে এসেছি। যারা আমাদের দেশের আইন অমান্য করে, তাদের হাত থেকে আমাদের অধিকার রক্ষা করতে চাই।’

Related posts

Leave a Comment