দক্ষিণ আফ্রিকায় দুই ক্রিকেট কোচ খুন

মুক্তবার্তা ডেস্ক: সন্ত্রাস প্রবণ এলাকা হিসেবে বেশ কুখ্যাতি রয়েছে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার। এবার সেই প্রিটোরিয়াতেই খুন হলেন দুই ক্রিকেট কোচ। সেখানকার একটি ক্লাবের স্টেডিয়াম এলাকায় খুন হয়েছেন দু জন  কোচ এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো দু জন কোচকে।

নিহত দুই কোচের নাম গিভেন এনকোসি ও চার্লসন মাসেকো। এ ঘটনায় আহত হয়েছেন কেএফসি মিনি ক্রিকেটের সমন্বয়ক, ২৭ বছর বয়সী কাগিসো মাসুবেলে এবং লাউডিয়াম ক্লাবের প্রধান কোচ ২৭ বছর বয়সী ওবেদ হার্ভে আগবোমাদিজেকে। তারা লাউডিয়াম স্টেডিয়ামের আবাসিক কক্ষে থাকতেন। পুলিশের মুখপাত্র অগাস্টিনা জানিয়েছেন, ‘প্রাথমিক তদন্ত রিপোর্টে দুই কোচের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

চার জনই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ও নর্দানস ক্রিকেটের স্বীকৃত বিভিন্ন প্রকল্প পরিচালনা করতেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই হত্যা ও আক্রমণের কোনো উদ্দেশ্য এবং এর সাথে জড়িতদের সম্পর্কে কোনো তথ্য আবিষ্কার করতে পারেনি দক্ষিণ আফ্রিকার পুলিশ। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছে সিএসএ। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছেন, ‘এটা পুরো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট পরিবারের জন্য বিরাট একটা ধাক্কা। এরা সবাই ক্রিকেটের জন্য নিবেদিতপ্রাণ সংগঠক ও কোচ ছিলেন। তারা তরুণদের নিয়ে যে কাজ করতেন, যে অবদান রাখতেন, তা ক্রিকেটের চেয়েও বেশি কিছু।’

Related posts

Leave a Comment