থাইল্যান্ডে নির্বিচারে গুলি চালিয়ে আটজনকে হত্যা

মুক্তবার্তা ডেস্ক:থাইল্যান্ডের ক্রাবি প্রদেশে বন্দুকধারীর হামলায় তিন শিশুসহ আট জন নিহত হয়েছে। মঙ্গলবার পুলিশ একথা জানিয়েছে। তদন্ত কর্মকর্তারাদের ধারণা ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

পুলিশ জানায়, ছয় থেকে সাত সদস্যদের একটি চক্র সোমবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে একটি বাড়িতে ঢুকে এই হামলা চালায়। সেনাবাহিনীর পরিচয় দিয়ে বাড়িতে তল্লাশির নামে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। হামলার সময় বাড়ির মালিক বাইরে ছিল। হামলাকারীরা ১০ ব্যক্তিকে জিম্মি করে বাড়ির মালিকের জন্য অপেক্ষা করে।

আউ রূয়েক জেলার প্রধান কর্মকর্তা চিউউত বুয়াথং বলেন, ‘রাত আটটার দিকে বাড়ির মালিক এলে বন্দুকধারীরা সকলের চোখ ও হাত বেঁধে গুলি করে হত্যা করে।’

এতে ঘটনাস্থলেই ছয় জন নিহত হয়। হাসপাতালে আরো দুজন মারা যায়। হামলাকারীদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে থাই পুলিশ।

Related posts

Leave a Comment