মুক্তবার্তা ডেস্ক:অর্থপাচারের অভিযোগে থাইল্যান্ডের এক বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করতে ব্যাংককের কাছে এক মন্দিরে অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। খবর বিবিসির।
বৃহস্পতিবার সকালে পুলিশ ও সেনা কর্মকর্তারা অভিযান শুরু করে। এর আগেও ঐ বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করতে চেয়েছিল পুলিশ। কিন্তু তার হাজার হাজার ভক্ত বাধা দিলে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ওয়াত ধামাকায়া নামে বৌদ্ধ মন্দরটি অভিযান শুরুর আগে সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ধারণা করা হচ্ছে, আধ্যাত্মিক এই নেতা মন্দিরের অভ্যন্তরের বিশাল কম্পাউন্ডে লুকিয়ে আছে।
ফ্রা ধামাজায়ো নাম ঐ ভিক্ষুর বিরুদ্ধে অভিযোগ, তিনি মন্দিরের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। গত বছরের জুনে যখন পুলিশ কর্মকর্তারা মন্দিরে তল্লাশি চালানোর চেষ্টা করেন তখন তার ভক্তরা বাধা প্রদান করে। ৭২ বছর বয়সী ঐ ভিক্ষু কয়েক মাস ধরেই মন্দিরের ভেতরে রয়েছেন।
ভিক্ষু ফ্রা ধামাজায়োর বক্তব্য, তিনি খুব অসুস্থ। এই কারণে পুলিশের সঙ্গে দেখা করতে পারবেন না। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
বৃহস্পতিবার সকালে কয়েক হাজার পুলিশ এবং সেনাবাহিনী মন্দির এলাকা ঘিরে ফেলে। মন্দিরে আসার মূল রাস্তা ব্লক করে দেয়া হয় এবং পুরো এলাকাটি সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
বিশেষ তদন্ত বিভাগের প্রধান কর্নেল পেইসিত উংমাং বলেন, ‘আমরা মন্দিরটি সিলগালা করে দেব। তারপর সবগুলো ভবনে তল্লাশি চালানো হবে। ঐ ভিক্ষু যদি মনে করেন তিনি নির্দোষ তাহলে তার উচিত আত্মসমপর্ণ করা এবং বিচারের মুখোমুখি হওয়া।’
এক বিবৃতিতে বলা হয়েছে, প্রায় চার হাজার পুলিশ ও সেনা সদস্য মন্দির এলাকায় মোতায়েন করা হয়েছে। মন্দিরে প্রবেশ ও ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
২০১৪ সালে এক সামরিক অভ্যুত্থানের পর সেনাবাহিনী দেশ পরিচালনা করছে।