মুক্তবার্তা ডেস্ক:১২ মে থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৭ মে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। ১৯ মে আবার আয়ারল্যান্ড ও ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
চলুন দেখে নিই ত্রিদেশীয় সিরিজের পুরো সময়সূচি:
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু | সময় |
১২.৫.১৭ | বাংলাদেশ-আয়ারল্যান্ড | ডাবলিন | বিকাল ৩.৪৫মিনিট |
১৪.৫.১৭ | নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড | ডাবলিন | বিকাল ৩.৪৫মিনিট |
১৭.৫.১৭ | বাংলাদেশ-নিউজিল্যান্ড | ডাবলিন | বিকাল ৩.৪৫মিনিট |
১৯.৫.১৭ | বাংলাদেশ-আয়ারল্যান্ড | ডাবলিন | বিকাল ৩.৪৫মিনিট |
২১.৫.১৭ | নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড | ডাবলিন | বিকাল ৩.৪৫মিনিট |
২৪.৫.১৯ | বাংলাদেশ-নিউজিল্যান্ড | ডাবলিন | বিকাল ৩.৪৫মিনিট |