তেলেগু অভিনেতা প্রদীপ কুমারের আত্মহত্যা

মুক্তবার্তা ডেস্ক:ভারতের তেলেগু টিভি অভিনেতা প্রদীপ কুমার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন। বুধবার অলকাকলোনির নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় এই অভিনেতার ঝুলন্ত দেহ। ভারতের নরসিঙ্গি পুলিশ জানিয়েছে, আত্মহত্যার জন্য প্রদীপ শাড়ি ব্যবহার করেছিলেন।

গ্রিন আইকনিয়া অ্যাপার্টমেন্টের অন্য ঘরে সেইসময় প্রদীপের স্ত্রী পাবনী ও শালা শ্রাবণ উপস্থিত ছিলেন। ভোর সাড়ে ৪টা নাগাদ, প্রদীপকে খুঁজতে গেলে দেখেন, প্রদীপের ঘর বন্ধ রয়েছে। অনেক ডাকাডাকি করা হলেও, কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে ফোন করা হয় ওই অভিনেতাকে। তাতেও কোনও সাড়া না দিলে, সন্দেহ জাগে স্ত্রীর। তার কথায়, ঘর থেকে কোনও সাড়া না মেলায় সে ও তার ভাই সজোরে ধাক্কা মেরে দরজা খোলেন। তখনই ঝুলন্ত অবস্থায় প্রদীপকে দেখেন তারা। দ্রুত তাকে নামিয়ে বিছানা শোয়ানো হয়। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Related posts

Leave a Comment