তিন সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া থেকে মুক্তি: মেয়র খোকন

মুক্তবার্তা ডেস্ক: আগামী তিন সপ্তাহের মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দারা চিকুনগুনিয়া থেকে মুক্তি পাবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, এ লক্ষ্যে প্রতিটি সংস্থার প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে। জনসচেতনতা মাধ্যমেই চিকুনগুনিয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব।

মঙ্গলবার রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক শোভাযাত্রায় অংশ নিয়ে এসব কথা বলেন মেয়র খোকন। এ সময় জনসচেতনা বাড়ানোর লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

গত কয়েক মাস ধরে রাজধানীতে মশাবাহিত চিকুনগুনিয়ার বিস্তার প্রকট আকার ধারণ করেছে। আর মশা নিধনে সিটি করপোরেশনের ‘ব্যর্থতা’য় সংস্থাটির তীব্র সমালোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে তীব্র সমালোচনার মুখে গত শুক্রবার ঢাকা দক্ষিণে মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম নেয়ার ঘোষণা করেন মেয়র সাঈদ খোকন। তার ঘোষণা অনুযায়ী নগরীকে পাঁচটি অঞ্চলে ভাগ করে মশার ওষুধ ছিটানোর পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে তিনটি অঞ্চলে মশা নিধন শেষ হয়েছে।

চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনা জরুরি উল্লেখ করে মেয়র খোকন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে চিকুনগুনিয়া প্রতিরোধে একযোগে কার্যক্রম চলছে। তবে চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সবার ঐক্যবদ্ধ চেষ্টায় দ্রুত দক্ষিণ সিটি করপোরেশন এল়াকায় চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে।

সাঈদ খোকন বলেন, ‘চিকুনগুনিয়ার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে না আসা পরযন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

Related posts

Leave a Comment