মুক্তবার্তা ডেস্ক:তিন বাংলাদেশি পেলেন ভারতের মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার। পুরস্কার প্রাপ্তরা হলেন- বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ, গ্রিন ডেল্টা গ্রুপের কর্ণধার নাসির এ চৌধুরী ও সংগীতশিল্পী শুভ্রদেব।
ব্যবসার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা ও কর্মসংস্থান বাড়ানোর জন্য আবদুল মাতলুব আহমাদকে, ব্যবসার মাধ্যমে সমাজসেবায় অবদানের জন্য নাসির এ চৌধুরীকে এবং সংগীতে অবদানের জন্য শুভ্র দেবকে এই সম্মাননা দেয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হলে সাড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্মাননা তুলে দেয়া হয়।
২০০০ সাল থেকে কলকাতার মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি ভারত এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দিয়ে আসছে। এবার বাংলাদেশের তিনজনসহ মোট ৩২ জনকে এই সম্মাননা দেয়া হয়। ২০০৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার পান।